জনপ্রিয় তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতকে দেখা যাবে ‘লাল রঙের গল্প’ শিরোনামের নাটকে। এনটিভিতে প্রচার হবে শনিবার রাত ৯টা ৮ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার।
নাটকটির গল্প এমন— চল্লিশ বছরের জামিল খুঁজে বেড়াচ্ছে রাফসানজানী নামের এক শতবর্ষী দার্শনিককে, যিনি নির্বাসনে আছেন দুই যুগ ধরে। কেবল ফেব্রুয়ারি মাস আসলেই তাকে খুঁজে পাওয়া যাবে।
জামিলের স্ত্রী লিলির জন্য সংসারের প্রতিটি দিন সংকটময়। স্বামীর প্রমোশন নেই, মনোযোগ নেই, কোন ভালো খবর নেই, সংসারে কোন উৎসব নেই। লিলিই একটা সময় মাঠে নেমে গেল। চাকরি খুঁজল, স্পোকেন ইংলিশের কোর্স করল, কাপড় ধোয়ার পাউডারের বিজ্ঞাপন করে টাকা আয়ের কথা ভাবল। কিন্তু সবকিছু যেন তার বিশ্বাস ও শেকড়ের বিপরীতে চলে যাচ্ছে।
‘লাল রঙের গল্প’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিপাশা আনোয়ার, মনির জামান, শারমিন আক্তার, খন্দকার হিমেল, কাব্য প্রমূখ।
আজকের বাজার : সালি / ১ ফেব্রুয়ারি ২০১৮