ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার প্রেমিকা জান্নাতুল ফেরদৌস জারার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
দুপুরেই ঘরোয়াভাবে তাদের আকদ হয়। এরপর সন্ধ্যায় ধানমন্ডির একটি পার্টি সেন্টারে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করান তারা। বিবাহোত্তর সংবর্ধনা হবে সোমবার। এর আগে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় গায়ে হলুদ।
অনুষ্ঠানে তৌসিফ পরেছিলেন অফ-হোয়াইট শেরওয়ানি আর জারার পরনে ছিল জমকালো লাল লেহেঙ্গা। জারা সেজেছেন মেকআপ আর্টিস্ট জাহিদ খানের কাছে।
অনুষ্ঠানে তৌসিফ ও জারার পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাবিলা নূর, টয়া, সাফা কবির’সহ তৌসিফের অনেক সহকর্মী।
২০১২ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে ছোটপর্দায় তৌসিফের যাত্রা শুরু। পরের বছর ভালোবাসা দিবসের জন্য নির্মিত ‘অল টাইম দৌঁডরের উপর’ নাটকে অভিনয় করে তিনি ব্যাপক সাড়া পান। পরিণত হন হালের অন্যতম জনপ্রিয় টিভি নায়কে।
কনে জান্নাতুল ফেরদৌস জারা লেখাপড়া করছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর বিবিএ বিভাগে।
আজকের বাজার : এএল/আরএম/ ১০ ফেব্রুয়ারি ২০১৮