সরকারি ত্রাণ ও পরিবহন নেতাদের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে পরিবহন শ্রমিকদের মধ্যে। অনাহারে অর্ধাহারে থাকা এসব শ্রমিক খাদ্যের অভাবে রাস্তায় নেমে আসছেন।
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা। বুধবারও রাজধানীর মিরপুর, খুলনা ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ত্রাণ না পেলে এ ধরনের আরও কর্মসূচি আসতে পারে - এমন ইঙ্গিত দিয়েছেন পরিবহন নেতারা।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, গণপরিবহনের ওপর লকডাউনের প্রায় দেড় মাসে তাদের কেউ সাহায্য সহযোগিতা করেনি। সাম্প্রতিক সময়ে তাদের পরিবহন শ্রমিক পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র ও নাগরিক সনদের ফটোকপি নেয়া হয়েছে। কিন্তু কোনো ধরনের আর্থিক ও খাদ্য সহায়তা দেয়া হয়নি।
এমনকি গণপরিবহন সচল থাকাবস্থায় যারা শ্রমিকদের কল্যাণের নামে চাঁদা তুলতেন তাদেরও দেখা নেই। এমন পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে ত্রাণের দাবিতে রাস্তায় নেমেছেন। কোথাও কোথাও গণপরিবহন চালু করার দাবিও উঠেছে।