প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর ত্রাণ তহবিলে দেয়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ৮১ লাখ ৪০ হাজার টাকার চেক গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রীর হাতে তাঁর কার্যালয়ে এ চেক তুলে দেন উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শফিক আহমেদ। জীবন বীমা কোম্পানি বাংলাদেশের পরিচালক ও চেয়ারম্যান নাফিস সরাফুল এ সময় উপস্থিত ছিলেন।