করোনাভাইরাস ইস্যুতে সরকার থেকে দেয়া ত্রাণ নিয়ে কোনোরকম অনিয়ম হলে তা সহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রোববার সচিবালয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ত্রাণ নিয়ে অনিয়ম এখন নিয়ন্ত্রণে আছে। এ নিয়ে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না৷
দুর্যোগের সময়ে সহায়তা দিতে সরকারের কাজ অব্যাহত রাখার অংশ হিসেবে কিছু অফিস খোলা রাখা হচ্ছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।
ত্রাণ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে এ নিয়ে গত কয়েক দিনে স্থানীয় সরকারের মোট ৩৫ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন ইউপি চেয়ারম্যান, ১৯ জন ইউপি সদস্য এবং একজন জেলা পরিষদ সদস্য।
স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, করোনা সংকটের সময় সরকারি ত্রাণের চাল আত্মসাৎ, জাটকা নিধনে বিরত থাকা জেলেদের জন্য সরকারের বরাদ্দ ভিজিএফ চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রি, সরকারি ত্রাণের চাল ভুয়া মাস্টাররোলে বিতরণ দেখিয়ে আত্মসাৎ, সরকারি ১০ টাকা কেজি দরে চাল বিতরণে ব্যাপক অনিয়ম, বরাদ্দ চাল নির্ধারিত পরিমাণে না নেয়া ও বিধি বহির্ভূতভাবে অন্যদের মাঝে বিতরণসহ এদের বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে।