গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এখন আবার নতুন করে আলোচনা উঠেছে, শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকেও বিশ্রাম নিচ্ছেন কোহলি!
ভারতীয় বোর্ড এ প্রসঙ্গে জানিয়েছে, চাইলেই বিশ্রামে যেতে পারবেন এই রানমেশিন।
শেষ দক্ষিণ আফ্রিকা সফরে টানা খেলার ধকল সইতে হয়েছে ভারতীয় দলপতিকে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে বিশ্রাম নেওয়ার ব্যাপারে কোহলিকে দেওয়া হচ্ছে ছাড়। দলনায়কের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে বিশ্রামের সিদ্ধান্ত।
বিসিসিআইর এক অফিশিয়াল ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, যদি কোহলি বিশ্রাম চান, তাহলে সেটা তিনি পাবেন। তিনি দলে থাকবে কি থাকবেন না, সে সিদ্ধান্ত তিনি নিজেই নিতে পারবেন। অবশ্য মৌসুমের শেষ সফর হওয়ায় বোধ হয় কোহলি বিশ্রামের দিকে যাবেন না। এই সফর আইপিএলের জন্য একটা প্রস্তুতি হতে পারে।
দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ ব্যস্ত সময় কাটিয়েছেন কোহলিরা। সব মিলিয়ে ভারতীয় অধিনায়ক মাঠে নেমেছেন ৩ টেস্ট, ৬ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি ম্যাচে। সিরিজে শেষ এবং তৃতীয় টি-টোয়েন্টি এখনো বাকি রয়েছে।
সফরের ওয়ানডে সিরিজে সব মিলিয়ে কোহলির ব্যাট থেকে এসেছে ৫৫৮ রান। ১৮৬ গড়ে রান পাওয়া সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান এরই সঙ্গে গড়েছেন এক সিরিজে সবচেয়ে বেশি রান করার দুর্লভ রেকর্ড।
বিশ্রামের জন্য বিবেচনা করা হচ্ছে দলের দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহকেও। টানা ম্যাচ খেলে চলেছেন সফল ভারতীয় বোলিং জুটি।