আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ উপলে কন্ডিশনিং ক্যাম্প করতে আগামীকালই রওনা দিচ্ছে বাংলাদেশ দল।
আগামী ১২ মে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের কোনো ফাইনাল থাকছে না। নিউজিল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ জটিলই বলতে হবে। এই সফরে আয়ারল্যান্ডকে হারালে বাংলাদেশ বেশি পয়েন্ট পাবে না। তবে হেরে গেলে হারাতে হবে অনেক পয়েন্ট।
আইসিসির শীর্ষ আট দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের ল্য নিয়ে কিছু না বললেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটা জিততে চান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এখন বাংলাদেশ দলকে প্রতিটা ম্যাচই তাই হিসাব-নিকাশ করে খেলতে হবে। কেননা সামনে চ্যাম্পিয়নস ট্রফি। এরপর পাকিস্তানের সঙ্গে নিজেদের মাটিতেও হতে পারে ওয়ানডে সিরিজ। ৩০ সেপ্টেম্বরের আগে বাংলাদেশের বেশ কিছু ওয়ানডে-পরীা। বিশ্বকাপে সরাসরি যাওয়ার সুযোগের কারণে তারিখটা মাথায় রাখতেই হচ্ছে। আটে থাকতে পারলেও তি নেই। কিন্তু নয়ে নেমে গেলে খেলতে হবে বাছাইপর্ব।
তা ছাড়া এই ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতির সুযোগও।
মাশরাফি বলেন, অবশ্যই জেতার জন্য সেখানে যেতে হবে। অনেক হিসাব-নিকাশের ব্যাপার আছে। এখানে জিততে পারলে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার সুযোগ থাকবে। আর সিরিজটা খারাপ হলে মাথায় চাপ চলে আসবে। তবে মানসিকভাবে তৈরি না হলে খুব কঠিন হবে। চ্যাম্পিয়নস ট্রফি আমাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছে। প্রতিপরে দিকে যদি তাকান, এটা সহজ হবে না। তবে সামনে কী হবে কেউ জানে না। ওই কন্ডিশনে এর আগে আমরা ইংল্যান্ডকে (২০১০) হারিয়েছি, কার্ডিফে অস্ট্রেলিয়াকে (২০০৫) হারিয়েছি। ওসব এখন ইতিহাস। তবুও মনে হয় সম্ভব (ইতিহাসের পুনরাবৃত্তি করা)। মানসিকভাবে নিজেরা কীভাবে তৈরি হই, সেটার ওপর সব নির্ভর করছে।
আয়ারল্যান্ড থেকে আত্মবিশ্বাস নেওয়াটা যে খুব জরুরি বাংলাদেশের। চ্যাম্পিয়নস ট্রফিতে মাশরাফিরা কঠিন গ্রুপেই পড়েছেন। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড।
আয়ারল্যান্ডে আগামী ১২ ও ১৯ মে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিকদের। এরপর ১৭ ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপে ময়দানী লড়াইয়ে নামবে বাংলাদেশ।
আজকের বাজার: আরআর/ ২৫ এপ্রিল ২০১৭