বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়ারল্যান্ডে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১২ মে। সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে নিষেধাজ্ঞার কারণে ওই ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশের ওডিআই অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা। দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি-বিন মর্তুজা। ফলে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না মাশরাফির।
অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট থেকে মাশরাফির অবসরের পর সাকিব আল হাসানকে অধিনায়ক মনোনীত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শীলঙ্কা সিরিজের পর কোনো আর্ন্তজাতকি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। ফলে দ্বিতীয় মেয়াদে অধিনায়ক মনোনীতি হওয়ার পর এখন র্পযন্ত বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বে কোনো ম্যাচ খেলা হয়নি টাইগারদের।
সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে ত্রিদেশীয় সিরিজ খেলতে গত রোববার আয়ারল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লন্ডন থেকে যাত্রা করার আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বহনকারী বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সে কারণে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করতে বিলম্ব হয় মুশফিক-সাকিবদের। বিলম্বের কারণে বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে বেলফাস্ট আর্ন্তজাতকি বিমান বন্দরে গিয়ে পৌঁছায় টিম বাংলাদেশ।
আগামী ১২ মে থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে প্রত্যকে দল একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে; মোট ৬টি ম্যাচ হবে। এর মধ্যে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
আজ মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা।
আজকের বাজার:এএস/এলকে/ ৯ মে ২০১৭