উইন্ডিজকে সহজে হারানোর সুখস্মৃতি নিয়ে আজ বৃহস্পতিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে বৃষ্টি আর ঠান্ডার কারণে কন্ডিশন আরো প্রতিকূলে। নতুন ভেন্যু ম্যালাহাইডে বিকাল পৌনে চারটায় খেলা শুরু হবে।
বৃষ্টির কারণে বুধবার বাতিল করা হয়েছে ঐচ্ছিক অনুশীলন। প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইনআপ অনুযায়ীই বাংলাদেশের একাদশ ঠিক করা হতে পারে।
অন্যদিকে, প্রথম ম্যাচে হারলেও জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চায় আয়ারল্যান্ড।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা ও বিটিভি।
আজকের বাজার/এমএইচ