ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ৬ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এ ছাড়া গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ১৮ হাজার মানুষ।
রাজ্যটির মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এরই মধ্যে দুর্গতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার আওতায় যারা মারা গেছেন তাদের পরিবার পাঁচ লাখ রুপি পাবে। আর যাদের ঘর ভেঙেছে, তারা পাবেন এক লাখ রুপি।
সোমবার নিজের বিধানসভা কেন্দ্র বনমালীপুর এলাকা পরিদর্শনে করে তিনি ক্ষতিপূরণের ঘোষণা দেন।
এদিকে ত্রিপুরার ইমার্জেন্সি অপারেশন কেন্দ্র, ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বৃষ্টিতে ধস নামায় জখম হয়েছেন আরও তিনজন। রাজ্যের ৭১টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ১৭ হাজার ৮৪০ জন। সূত্র: এই সময়