ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে চার নারীসহ ছয় বাংলাদেশি মঙ্গলবার দেশে ফিরেছেন।
দেশে ফেরার পরই আখাউড়া উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশের প্রতিনিধিরা তাদের কোয়ারেন্টাইনে রাখার জন্য স্থলবন্দর থেকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশ জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ভারতজুড়ে চলা লকডাউনের কারণে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে ওই ছয় বাংলাদেশি আটকা পড়েছিলেন।
পাসপোর্টের ঠিকানা অনুযায়ী তাদের মধ্যে ঢাকার খিলগাঁওয়ের একই পরিবারের চারজন, একজন আখাউড়া উপজেলার ছতুরা শরীফ গ্রামের এবং বাকিজনের বাড়ি বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, দেশে ফেরা ছয় বাংলাদেশির কারও শরীরেই করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে নিয়ম অনুয়ায়ী তাদের সবাইকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সেখানে থাকাকালে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় তাহলে আইসোলেশনে নেয়া হবে। সূত্র – ইউএনবি
আজকের বাজার / এ.এ