ত্রিপুরার বিধানসভার নির্বাচন চলছে। মোট ৬০টি আসনের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ রাজ্যে ২৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বামপন্থীরা। রাজ্যটি বাঙালি সংখ্যাগরিষ্ট। এবার বামপন্থীদের প্রধান প্রতিদ্বন্দী বিজেপি ও উপজাতীয় দল আইপিএফটি-র জোট।
শাসক দল বিজেপি কমিউনিস্টদের হাত থেকে এ রাজ্য নিজেদের দখলে নিতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, এবার বিজেপি এ রাজ্য শাসন করবে।
এ রাজ্যে ১৯ টি উপজাতি গোষ্ঠীর বাস হলেও বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ। তাই বিজেপির জয় অনেকটাই বাঙালিদের উপর র্নিভরশীল। ফলে নানা কারণে এ নির্বাচন নিয়ে ভারতে ও ভারতের বাইরে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
আজকের বাজার: আরজেড/ আরএম/১৮ ফেব্রুয়ারি ২০১৮