ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শসার বাজার গোয়াতলা এলাকায় ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা ও ইটবোঝাই ট্রলির মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিন ব্যক্তি মারা গেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি বলেন, ‘ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা ও ইটবোঝাই ট্রলির মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে জানিয়ে ওসি আরও বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রাক, অটোরিকশা ও ট্রলিটি জব্দ করা হয়েছে।’