জেলার ত্রিশালের বগার বাজার সাইনবোর্ড এলাকায় আজ সোমবার সকাল সাড়ে ৭টায় ট্রাক চাপায় দুই পথচারী নিহত হয়েছে। মৃতরা নারায়নপুর গ্রামের বাসিন্দা ফজলু মিয়া (৫০) ও আলাউদ্দিন মিয়া (৭০)।
দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী দু’টি ট্রাক একটি আরেকটিকে ওভারটেক করার সময় ত্রিশালের বগার বাজারের সাইনবোর্ড এলাকায় পথচারী দুইজনকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুই জন মারা যায়। তিনি আরও জানান, নিহতরা সকালে সাইন বোর্ড বাজারে চা খাওয়ার জন্য এসে বাড়ি ফিরছিলেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।