জনপ্রিয় শিল্পী, সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের ভক্তদের জন্য বেশ খারাপ খবরই বলা যায়। ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ‘বন্ন’খ্যাত এ শিল্পী। আর খবরটি তিনি নিজেই তার ফেসবুক আইডি থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে জানিয়েছেন।
ফুয়াদ ভিডিও বার্তায় বলেন, ‘আমি একটা মেসেজ নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি চাই না আমার ভক্তরা সংবাদের পাতা থেকে সংবাদটি শুনেন। আমি থাইরয়েড ক্যানসারে ভুগছি। তবে কোন পর্যায়ে আছে, তা এই মুহূর্তে বলতে পারছি না।’
ভক্তরা যাতে ভেঙে না পড়েন তাই তাদের সান্ত্বনার বাক্যও শুনালেন, ‘থাইরয়েড ক্যানসার খুব সহজেই নিরায়মযোগ্য। এই অসুখ নিয়ে অনেকে অনেক দিন বেঁচে থাকেন।’ ফুয়াদ আল মুক্তাদির বর্তমানে আমেরিকায় বাস করছেন।
আজকের বাজার: সালি / ১৫ জানুয়ারী ২০১৭