থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। এই থাইরয়েড হরমোনের নিঃসরণ বেড়ে বা কমে গেলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। হাইপার থাইরয়েডিসম, হাইপোথাইরয়েডিসম, থাইরয়েড টিউমার, ক্যান্সার ইত্যাদি সমস্যা থাইরয়েড গ্রন্থিতে হতে পারে।চলুন জেনে নেই কীভাবে বুঝবেন আপনি এ সমস্যায় ভোগছেন।
লক্ষণ:
১.সব সময় ক্লান্তি বোধ করা।
২.সহ্যশক্তি কমে যাওয়া।
৩.বিষণ্ণতা বোধকরা।
৪. থাইরয়েড গ্রন্থির সমস্যা হলে গলার স্বর পরিবর্তন হয়।
৫.হঠাৎ করে ওজনের তারতম্য হতে পারে।
৬.কখনো খুব গরম বা ঠাণ্ডা অনুভূত হওয়া।
৭.থাইরয়েড গ্রন্থির সমস্যার কারণে চুলও পড়ে যেতে পারে।
৮.ত্বক অতিরিক্ত শুষ্ক হওয়া।
৯.পেশি ও হাড়ে ব্যথা হওয়া।
১০.মহিলাদের ঋতুস্রাবে সমস্যা ইত্যাদি লক্ষণ দেখা যায়।
তবে লক্ষণ থেকে শুধু থাইরয়েডের সমস্যা হতে পারে তা অনুমান করা সম্ভব। কিন্তু থাইরয়েড গ্রন্থির কী ধরনের সমস্যা হয়েছে তা বের করার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
আজকের বাজার/আরজেড