থাইল্যান্ডের ফুকেট উপকূলে গত বৃহস্পতিবারের নৌ ডুবির ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও পাঁচজন যাত্রী নিখোঁজ রয়েছে।
স্থানীয় সময় সোমবার দেশটির ফুকেটের গভর্নর নোরাফাত প্লথং এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, ফিনিক্স নামের ডুবে যাওয়া ওই থাই নৌযানে মোট ৮৯ জন যাত্রী ছিল। এদের মধ্যে ৮৭ জনই চীনের নাগরিক। দেশটির সাথে যৌথভাবে যাচাইয়ের পর নোরাফাত প্লথং একথা জানান।
এর আগে থাই কর্তৃপক্ষ ওই নৌযানে ৯৩ যাত্রী ও ১১ ক্রু সদস্যসহ ১০৫ আরোহী থাকার কথা জানিয়েছিল।
আজকের বাজার/এমএইচ