থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান প্রেম তিনসুলানন্দা রোববার ব্যাংককের একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
সাবেক এ সেনাপ্রধান ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
প্রয়াত রাজা ভূমিবল আদুল্যদেজের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন প্রেম তিনসুলানন্দা, যিনি রাজতন্ত্রের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব কমিয়ে আনেন।
২০০৬ সালে তৎকালীন থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে উৎখাতের আন্দোলনের নেপথ্য কারিগর হিসেবেও তাকে বিবেচনা করা হয়।
থাইল্যান্ডে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার এক যুগ আগে ১৯২০ সালে দেশটির দক্ষিণাঞ্চলে তার জন্ম হয়।
আজকের বাজার/এমএইচ