থাইল্যান্ডের স্রেথা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত: সংসদ টিভি

থাইল্যান্ডের ফেউ থাই পার্টি মঙ্গলবার পার্লামেন্টে নিশ্চিত ভোটের আগে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী টাইকুন স্রেথা থাভিসিনকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছে।

স্রেথা ভোটে জয়ী হবেন এবং বিদায়ী সরকারের একাধিক সামরিক সমর্থক দলসহ একটি বিতর্কিত জোটের প্রধান হয়ে প্রধানমন্ত্রী হবেন বলে আশা করা হচ্ছে। (বাসস/এএফপি)