থাইল্যান্ডে অভিবাসী শ্রমিক বহনকারী বাসে আগুন, নিহত ২০

থাইল্যান্ডে অভিবাসী শ্রমিক বহনকারী একটি বাসে আগুন লেগে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০ জন। মধ্যরাতের এই দুর্ঘটনায় ২৭ জন উদ্ধার পেলেও; দগ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ জানায়, মিয়ানমার সীমান্তবর্তী তাক প্রদেশে ঘটে এই দুর্ঘটনা। রাত দেড়টা নাগাদ শ্রমিক বহনকারী বাসটি রাজধানী ব্যাংককের শিল্প এলাকার দিকে যাচ্ছিলো।

চালকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বাসের মাঝের অংশে আগুনের সূত্রপাত ঘটে; যা দ্রুত ছড়িয়ে পড়ে। সামনের আসনে বসা আরোহীরা রক্ষা পেলেও, পেছনের যাত্রীরা প্রাণ হারান। শ্রমিকরা সবাই মিয়ানমারের নাগরিক- এমন তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঘটনার কারণ জানতে চলছে তদন্ত।

আরএম