থাইল্যান্ডে শনিবার নতুন করে ২ হাজার ৮৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে প্রাত্যহিক আক্রান্তের হিসাবে এটি একটি নতুন রেকর্ড। এ নিয়ে থাইল্যান্ডে এ ভাইরাসের সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ৫৩ হাজার ২২ জনে দাঁড়ালো। এদিকে দেশটি তাদের ভূখন্ডে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে জোর লড়াই করে যাচ্ছে। খবর সিনহুয়ার।
সেন্টার ফর দি কোভিড-১৯ সিচুয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, থাইল্যান্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১২৯ জনে দাঁড়ালো।
এ মাসের শুরুর দিকের তুলনায় সংক্রমণের তৃতীয় ঢেউয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। চলতি মাসের গোড়ার দিকে রাজধানী ব্যাংককের বিভিন্ন বিনোদন কেন্দ্র থেকে থাইল্যান্ডে করোনাভাইরাসের এ তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ে।