থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশে বন্যাকবলিত এক গুহায় আটকে পড়েছে একদল শিশু। তাদের উদ্ধারে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। উদ্ধারকাজে ব্রিটিশ ডাইভাররাও যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জুন) বার্তা সংস্থা এএফপির সূত্রে জানা্ যায়, ১২ শিশু ও তাদের ফুটবল কোচ পাঁচ দিন ধরে বন্যাকবলিত এক গুহায় আটকে আছে।
রাতভর প্রবল বৃষ্টির কারণে অনুসন্ধান ও উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয়েছে।
গুহাটি থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশে অবস্থিত। থাম লুয়াং নামের গুহার দ্বিতীয় কোটরে বন্যার পানি চুয়ে ঢুকে পড়েছে। এ কারণে কিছু উদ্ধারকারী ডাইভার ফেরত যেতে বাধ্য হন বলে কর্মকর্তারা জানান।
আটকে পড়া শিশুদের বয়স ১১ থেকে ১৬ বছর। গত শনিবার তারা ওই গুহায় যায়। প্রবল বৃষ্টিতে গুহার প্রধান প্রবেশপথ রুদ্ধ হলে শিশুরা আটকে পড়ে।
লাওস ও মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম পার্বত্য অঞ্চলটিতে উদ্ধারকাজে প্রায় ১হাজার নেভি সিল ডাইভার, পুলিশ, সেনা, সীমান্তরক্ষী ও কর্মকর্তা গেছেন।
উদ্ধারকাজে সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের একদল সেনা রাতেই ঘটনাস্থলে পৌঁছেছেন।
উদ্বিগ্ন স্বজনেরা গুহার প্রবেশপথের কাছে কয়েক দিন ধরে অবস্থান করছেন। তাঁরা ভালো কোনো খবরের আশায় আছেন।
আজকের বাজার/এসএম