থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটের কাছে একটি নৌকা ডুবে ৪৯ জন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার থাই নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।
নৌযানটিতে মোট ৯৭ জন আরোহী ছিল। এদের মধ্যে চীনা পর্যটক ও থাই ক্রু ছিল।
রয়েল থাই নেভি অঞ্চল তিনের কমান্ডার রিয়ার এডমিরাল সোমনাক প্রিমপ্রামোতি বলেছেন, ‘এই মুহূর্তে আমরা ৪৯ জনকে খুঁজছি। ডুবে যাওয়া নৌকা থেকে আমরা ৪৮জনকে উদ্ধারে সহায়তা করেছি। সাহায্যের জন্য আমরা নৌকা পাঠিয়েছি।’
নিখোঁজ আরোহীদের সবার গায়ে লাইফজ্যাকেট ছিল বলেও জানিয়েছেন এই নৌ কর্মকর্তা।
বৃহস্পতিবার থাইল্যান্ডে মোট তিনটি নৌযান ডুবির ঘটনা ঘটেছে। ফুকেটের কাছে একটি ইয়টসহ দুটি নৌযানে আরোহী ছিল ৩৯ জন। অবশ্য ডুবে যাওয়া ওই নৌযান দুটির আরোহীদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, থাইল্যান্ডে সড়ক ও নৌ দুর্ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে এসব ঘটনা দেশটির পর্যটন খাতে কোনো প্রভাব ফেলতে পারেনি।
আজকের বাজার/এমএইচ