থাইল্যান্ডে ফিরছে ‘গণতন্ত্র’

থাইল্যান্ডে আবার ফিরছে গণতন্ত্র। ২০১৪ সাল থেকে দেশটিতে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থাকা সেনা নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে।

গতকাল মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচা বলেছেন, তিনি শিগগিরই সেনাবাহিনীর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিশেষ নির্দেশ দেবেন।

তিনি বলেন, তার সেই নির্দেশনা ২০১৮ সালের সাধারণ নির্বাচনের পথকে সুগম করবে। আশা করছি ২০১৮ সালের নভেম্বর মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ, দেশটিতে গত কয়েক মাস ধরেই রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে ২০১৮ সালের মধ্যে নির্বাচন দেওয়ারও দাবি তাদের।

এদিকে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে রাজনৈতিক কর্মকাণ্ড সুগম হওয়ার সুযোগকে বিনিয়োগকারীও স্বাগত জানিয়েছেন।

আজকের বাজার: বি /১৯ ডিসেম্বর ২০১৭