থাইল্যান্ডে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সাথে সাক্ষাত করতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী : বেইজিং

চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই শুক্রবার থাইল্যান্ড সফর করতে যাচ্ছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে সাক্ষাত করবেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘চীন ও যুক্তরাষ্ট্রের সম্মতির ভিত্তিতে ওয়াং ই  ব্যাংককে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভানের সাথে নতুন দফার বৈঠক করবেন।’
বিবৃতিতে আরো বলা হয়, ওয়াং সোমবার পর্যন্ত থ্যাইল্যান্ডে অবস্থান করবেন।