থাই গুহার উদ্ধার স্থানটি জাদুঘরে পরিণত হচ্ছে

থাইল্যান্ডে গুহার ভেতর থেকে কিশোর ফুটবল দলকে বের করে আনার ঝুঁকিপূর্ণ এ অভিযানকে স্মরণীয় করে রাখতে উদ্ধার স্থানটি জাদুঘরে পরিণত হতে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৃহস্পতিবার (১২ জুলাই) উদ্ধার কর্মীরা সেখান থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিতে শুরু করেছে।

এএফপি’র খবরে বলা হয়, জীবন বাজি রেখে এই তরুণ ফুটবল দলকে বের করে আনা ডুবুরি, নিরাপত্তা বাহিনীর কর্মী ও চিকিৎসকদের বীরত্বগাঁথা কার্যক্রম নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণে ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে একটি প্রযোজনা সংস্থা।

স্ট্রেচারে নিরাপদে গুহার ভেতর থেকে বের করে আনা তরুণ ফুটবলারদের ভিডিও ফুটেজ বুধবার প্রকাশ করা হয়েছে। এসব তরুণ ফুটবলারের বয়স ১১ থেকে ১৬ বছর।

উদ্ধার প্রধান নারংসাক ওসোতানাকর্ন সাংবাদিকদের বলেন, উদ্ধার স্থলটি শেষ পর্যন্ত একটি যাদুঘরে পরিণত হবে। সেখানে নাটকীয় এ উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও কাপড়-চোপড় প্রদর্শিত হবে।

আজকের বাজার/একেএ