থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১৩ জনের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে। উদ্ধারের পর পরই শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
উদ্ধার অভিযানের সঙ্গে সংশ্লিষ্ঠ ব্যক্তিদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে।
রোববার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু করে দেশ-বিদেশের অত্যন্ত সুদক্ষ ডুবুরি দল। উদ্ধারকারী দলে ১৩ জন বিদেশি ডুবুরি ও থাই নৌবাহিনীর পাঁচজন ডুবুরি রয়েছেন।
গত ২৩ জুন বেড়াতে গিয়ে সেখানে আটকে পড়ে ১২ কিশোর এবং তাদের ফুটবল কোচ।
তারা গুহায় ঢোকার পর হঠাৎ ভারী বৃষ্টি এবং এতে সৃষ্ট বন্যায় ডুবে যায় গুহামুখ। ভেতরেও ঢুকে পড়ে পানি।
গুহায় প্রবেশের ৯ দিন পর গত ২ জুলাই আটকেপড়াদের ব্যাপারে জানতে পারে সবাই। এরপর থেকেই শিশুদের উদ্ধারে তৎপরতা শুরু হয়।
আরএম/