থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামরিক কেন্দ্রে বুধবার এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও আরো দুইজন আহত হয়েছে।
থাই পুলিশ এ খবর জানিয়েছে।
ন্যাশনাল পুলিশের ডেপুটি মুখপাত্র কিসানা ফাথানাছরোয়েন বলেছেন, ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। হামলার উদ্দেশ্য সর্ম্পকে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।