ভারতের মধ্যপ্রদেশের এক বিজেপি বিধায়ক থানার মধ্যে ঢুকে পুলিশ কনস্টেবলকে মারধর করলেন। হামলার ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যাওয়ার পর থেকেই অবশ্য অভিযুক্ত চম্পালাল দেবদাস উধাও।
শুক্রবার (৮ জুন) রাতে ভারতের এক থানায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নাবালিকা ধর্ষণে গ্রেফতার হওয়া তিনজনকে ছাড়ানোর জন্য দেওয়াস এলাকার উদয়নগর থানায় এসেছিলেন চম্পালালের ভাইপো। কিন্তু পুলিশ তাদের ছাড়তে রাজি না হওয়ায় শুরু হয় তর্কাতর্কি।
পরে ভাইপোর ফোন পেয়ে থানায় ছুটে আসেন চম্পালাল। আর এর পরেই শুরু হয় তাণ্ডব। পুলিশের ভাষ্য, চম্পালালের মোবাইল ফোনের সুইচ অফ। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, শাসক দলের বিধায়ক বলেই চম্পালালকে আড়ালের চেষ্টা চলছে। আর গোটা বিষয়টি নিয়ে একেবারে নিশ্চুপ বিজেপি।
ভাইপোর সুরে সুর না মোলানোয় সন্তোষ নামের পুলিশ কনস্টেবলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কনস্টেবলকে থানার মধ্যেই চড় মারছেন চম্পালাল।
বিজেপি বিধায়কের হাতে মার খাওয়ার সময়, টুঁ শব্দটিও করেননি ওই কনস্টেবল। এমনকি তার সহকর্মীরাও প্রতিবাদ করার সাহস দেখাননি।
মারধরের পর হুমকি দিতে-দিতে থানা ছাড়েন কাকা এবং ভাইপো। এ ঘটনায় চম্পালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/আরআইএস