ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি বা আশঙ্কা রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।
তিনি বলেছেন, থার্টি ফার্স্ট নাইটে ঢাকায় রাস্তার মোড়ে, ফ্লাইওভারে, ভবনের ছাদে এবং উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ, উৎসব করা যাবে না। সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
কমিশনার বলেন, ‘৩১ ডিসেম্বর রাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করে। তবে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে।’
‘কতিপয় ব্যক্তি পটকাবাজি, আতশবাজি, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় প্রতিবন্ধকতা বা দুর্ঘটনা ঘটিয়ে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করে। ক্ষেত্র বিশেষে প্রকাশ্যে আপত্তিকর আচরণ করে।’ এ সব কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন কমিশনার।
আজকের বাজার/এমএইচ