স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের হুমকি নেই। তবে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না। বিশৃঙ্খলা করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সোমবার ঢাকার সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় মন্ত্রী আরো বলেন, ৩১ ডিসেম্বর রাতে অনেকে রাস্তায় বিশৃঙ্খলা, বেপরোয়া গাড়ি চালান। উন্মুক্ত স্থানে নাচ গানের আয়োজন করেন। এসব করা যাবে না। সন্ধ্যার আগেই উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শেষ করতে হবে। উৎসবকে ঘিরে কোনো বেহায়াপনাও করা যাবে না।
তিনি বলেন, রাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য পুলিশ, র্যাবের সঙ্গে গোয়েন্দারা মাঠে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যার পর প্রবেশপত্র দেখাতে হবে। কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। সব ধরনের বার বন্ধ করে দেয়া হবে।
আজকের বাজার/এমএইচ