বাড়ির ছাদের ওপর নয়, এবার চার দেয়ালের ভেতর থার্টি ফাস্ট নাইটের অনুষ্ঠান পালন করতে হবে। এ জন্য ঢাকা মহানগর পুলিশকে অবগত করতে হবে।
শনিবার ৩০ ডিসেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া এ কথা বলেন।
আসাদুজ্জামান মিয়া বলেন, শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের ডিস্পোজাল ইউনিট ও সোয়াট টিমের সদস্যদের মোতায়েন করা হবে।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গুলশান, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত ৮টার পর বহিরাগত ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি নীলক্ষেত ও শাহাবাগ—এই দুইটি পথ দিয়ে ঢুকতে পারবে।
আজকের বাজার: আরআর/ ৩০ ডিসেম্বর ২০১৭