থেমেছে বৃষ্টি। চলছে মাঠ পরিচর্যা। সরিয়ে নেওয়া হয়েছে উইকেট কাভার। মাঠ থেকেও সরিয়ে নেওয়া হয়েছে সব ধরনের কাভার। আউটফিল্ডের পানি টেনে নিতে কাজ করছে দুটি সুপার মেশিন। তৃতীয় দিনের খেলা শুরু হবে দুপুর সোয়া একটায়। রোদ উঠেছে চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে আশে পাশের আকাশে এখনও রয়েছে মেঘের আনাগোনা।
ঢাকা টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু সেটা ভুল প্রমাণ করে ভালোভাবেই শেষ হয়েছে ম্যাচটি। চট্টগ্রাম টেস্টও বৃষ্টির হুমকিতে ছিল। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, পাঁচ দিনই কম বেশি বৃষ্টির কবলে পড়বে টেস্ট। তবে প্রথম দুই দিনের খেলা শেষ হলেও তৃতীয় দিনে বাধ সেধেছে বৃষ্টি।
গত রাত থেকেই আকাশে মেঘের আনাগোনা। সকালে দুবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও তা থেমে যায়। কিন্তু সকাল সাড়ে নয়টার দিকে আবার বৃষ্টি শুরু হয়। প্রথমে অল্পস্বল্প হলেও পরে রীতিমত ভারী বর্ষণ। খানিকক্ষণ পর কমলেও টিপটিপ বৃষ্টি হয় দুপুর সাড়ে বারটা পর্যন্ত।
ঢাকাতে প্রথম টেস্ট ২০ রানে জিতে ২ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। চট্টগ্রামে অজিদের তাই ডু অর ডাই লড়াই। আর এ লড়াইয়ে আপাতত কিছুটা এগিয়ে তারা।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে ২ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা। আপাতত বাংলাদেশ ৮০ রানে এগিয়ে থাকলেও অজিদের হাতে আরও আট আটটি উইকেট। সাবলীল ব্যাটিং করে ওয়ার্নার ৮৮ ও হ্যান্সকম ৬৯ রানে অপরাজিত।
আজকের বাজার:এলকে/এলকে/ ৬ সেপ্টেম্বর ২০১৭