চলতি সপ্তাহের শুরুর দিক থেকে সীমান্ত পেড়িয়ে আসা রোহিঙ্গাদের স্রোত কিছুটা কমেছে বলে জানাচ্ছে জাতিসংঘ। তবে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আইওএম বলছে, রোহিঙ্গাদের অনুপ্রবেশ শেষ হয়েছে এটা বলার সময় এখনও আসেনি।
আইওএম বলছে, নতুন করে আসতে শুরু করা রোহিঙ্গাদের স্রোত কেন কমেছে তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
সংস্থাটির মুখপাত্র পেপ্পি সিদ্দীক গতকাল ২৪ সেপ্টেম্বর রোববার বিবিসিকে বলেন, গত দুই দিনে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ কিছুটা কমেছে। তবে কেন কমেছে সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ সীমান্তের ওপারে কী ঘটছে তার সামান্যই আমরা জানতে পারছি। তাই এখনই বলা যাচ্ছে না যে, রোহিঙ্গারা আর বাংলাদেশে আসবে না।
রোববার বর্ডার গার্ড বাংলাদেশও বিবিসিকে জানায়, গত দুই দিনে রোহিঙ্গারা অনেক কম এসেছে। বলতে গেলে এখন থেমেই গেছে।
বিজিবির কমান্ডার এসএম আরিফুল বলেন, গত কয়েক দিনের আমাদের সদস্যরা কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেখেনি। বলা যায় গত এক মাস ধরে রোহিঙ্গারা যেভাবে ঢেউএর মতো উপচে পড়ছিল তার অবসান হয়েছে।
উল্লেখ, গত ২৫ আগস্ট মায়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ ও সেনা চৌকিতে সংখ্যালঘু রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ আরকান স্যালভেশন আর্মির হামলার অভিযোগে দমন অভিযান শুরু করে বার্মিজ সেনারা। তারপর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। মানবিক বিবেচনায় বাংলাদেশ সরকার তাদের কক্সবাজারের কুতুপালং এর বালুখালীতে থাকার অনুমতি দিয়েছে। সেখানে তাদের জন্য ত্রাণ ও অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে সরকারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
আজকের বাজার:এলকে/এলকে/ ২৫ সেপ্টেম্বর ২০১৭