ইউরোপী ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে যে খসড়া চুক্তি করেছিলেন তা আবারও প্রত্যাখান করেছেন ব্রিটিশ এমপিরা।
বিবিসি’র খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টে মে’র চুক্তিটি ৩৯১-২৪২ ভোটে প্রত্যাখ্যাত হয়। অর্থাৎ ১৪৯ ভোটের বিশাল ব্যবধানে হেরে গেছে টেরিজা মে'র খসড়া চুক্তি। এর আগে জানুয়ারির তৃতীয় সপ্তাহে তার প্রথম প্রয়াস চরম ব্যর্থ হয়েছিল।
প্রথমবার যে ব্যবধানে তার চুক্তিটি তখন প্রত্যাখ্যাত হয়েছিল, তার নজির ব্রিটিশ সংসদে নেই। তার নিজের রক্ষণশীল দলেরই ১১৮জন এমপি ঐ চুক্তির বিপক্ষে ভোট দিয়েছিলেন।
তারপর গত কয়েক সপ্তাহ ইইউ নেতাদের সাথে নতুন দেন-দরবার করে কিছুটা পরিবর্তিত আকারে চুক্তিটি আবার সংসদে এনেছিলেন প্রধানমন্ত্রী মে।
প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার কথা রয়েছে, যাকে বলা হয় ব্রেক্সিট নামে। কিন্তু মাত্র ১৭ দিন আগে ইইউয়ের সঙ্গে প্রধানমন্ত্রী মে’র চুক্তিটি প্রত্যাখ্যাত হওয়ায় সেটি আরও বিলম্বিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, এখন এমপিরা আরেকটি ভোট দেবেন যে কোন চুক্তি ছাড়াই যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে আসা উচিত কি-না তার ওপর। সেটিও না হলে ব্রেক্সিট বিলম্বিত করা উচিত কি-না।
তবে লেবার পার্টি নেতা জেরেমি করবিন বলছেন প্রধানমন্ত্রীর এখন উচিত সাধারণ নির্বাচন ঘোষণা করা।
এবার নিজের রক্ষণশীল দলের ৭৫ জন তার প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন যে সংখ্যা প্রথমবারের ভোটের সময় ছিলো ১১৮।
এর আগে এমপিদের সতর্ক করে টেরিজা মে বলেছিলেন যে তার প্রস্তাবে সমর্থন না দিলে সেটি ব্রেক্সিট না হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। কিন্তু এতো কিছুর পরেও প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হলেন তিনি।