যুক্তরাষ্ট্র ভিত্তিক জনপ্রিয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তাদের আসন্ন নতুন আইপ্যাড বাজারে নিয়ে আসতে যাচ্ছে শীঘ্রই। আগামী বছরের শুরুতেই গ্রাহকরা কিনে নিতে পারবেন এই আইপ্যাড।
বাজার বিশ্লেষকদের মতে নতুন আইপ্যাড প্রো তে পিছনের ক্যামেরায় যুক্ত থাকবে ত্রি-মাত্রিক সেন্সর। ‘টাইম অব ফ্লিট’ নামে এই সেন্সর সময় এবং বস্তুর উপর আলোর প্রতিফলন গণনা করে বস্তুটির ত্রিমাত্রিক ছবি তৈরী করে। অ্যাপলের নতুন এই ফ্ল্যাগশীপ আইপ্যাডে আরো থাকছে অগমেন্টেড রিয়েলিটি ব্যাবহার করার সুবিধা।
আজকের বাজার/লুৎফর রহমান