দক্ষিণ কোরিয়ায় এক ব্যক্তি তার নিজ অ্যাপার্টমেন্টে অগ্নিসংযোগের পরে আগুন আতঙ্কে পলায়নরত প্রতিবেশীদের ছুরিকাঘাত করে ৫ জনকে হত্যা এবং অনেক লোককে আহত করেছে।
বুধবার পুলিশ একথা জানিয়েছে।
আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কিত মানুষ বাড়ি থেকে বের হওয়ার চেষ্টাকালে লোকটি তাদের ছুরিকাঘাত করে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পুলিশ জানায়, ৪২ বছর বয়সী লোকটি বুধবার ভোর বেলা দক্ষিণাঞ্চলীয় জিনজু নগরীতে অবস্থিত ওই বাড়িতে অগ্নিসংযোগ করে। এরপর লোকটি তিনতলায় অপেক্ষা করতে থাকে। আতঙ্কিত বাসিন্দারা সিঁড়ি দিয়ে উপর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে সে তাদের ছুরিকাঘাত করে।
এই হামলায় নিহতদের মধ্যে ১২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
এক প্রতিবেশী বার্তা সংস্থা ইয়োনহাপকে বলেন, ‘আমি শুনেছি তার দুই হাতেই ছুরি ছিল।’
অগ্নিসংযোগকারীকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।