দই খাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

কিশোরগঞ্জে ইফতারের পরে দোকান থেকে দই খাওয়া নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার জেলার পাকুন্দিয়ার পুলেরঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ইফতারের পরে দোকান থেকে দই আগে-পরে খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলেরঘাট বাজার পার্শ্ববর্তী আদর্শ পাড়া এবং জুনাইল গ্রামের লোকজনের মধ্যে তা ছড়িয়ে পড়ে। দুই গ্রামের লোকজনই দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সড়কে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা, সদর মডেল থানা ও আহুতিয়া ফাঁড়ির অর্ধ-শতাধিক পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে কয়েক মাইল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা, সদর মডেল থানা ও আহুতিয়া ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খবর-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান