এক সমীক্ষায় দেখা গেছে যে দেশের প্রায় ৭৪ ভাগ যুবক কোভিড-১৯ পরবর্তী সময়ের বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে দক্ষ করে তোলার ব্যাপারে কোনো চেষ্ঠা করছেন না।
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিসের (এফসিডিও) সহযোগিতায় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) শনিবার এক ওয়েবিনারে এ ফলাফল প্রকাশ করেছে।
রবিবার বিওয়াইএলসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারিটি বাংলাদেশি যুবকদের ওপর কী ধরনের আর্থ-সামাজিক প্রভাব ফেলছে তা মূল্যায়ন করার জন্য এ সমীক্ষা চালানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশে কোভিড-১৯ আঘাত হানার সাথে সাথে সরকার শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে দূরশিক্ষণে অগ্রাধিকার দিয়ে তৎপরতা বাড়িয়েছে, তবে ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা আঞ্চলিক ও প্রতিষ্ঠান-ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে।
সমীক্ষা অনুসারে, কোভিড-১৯-এর কারণে যদিও পুরোপুরি নতুন নতুন দক্ষতার চাহিদা বেড়েছে, তবুও তরুণদের মধ্যে এ ধরনের দক্ষতা অর্জনের বিষয়ে গুরুত্ব দেয়ার প্রবণতার অভাব রয়েছে।
সীমিত নগদ লেনদেন নিয়ে তরুণ উদ্যোক্তারা মহামারির সময়ে বেঁচে থাকার লড়াই করেছেন বলেও সমীক্ষায় জানানো হয়।