আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই এমপি শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম।
বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোর্শেদ কামাল। অপরদিকে হাজী মোহাম্মদ সেলিমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল।
সকাল ১০টা থেকে ধানমন্ডি কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের হাতে ফরম তুলে দেয়া শুরু হয়। মেয়র পদে ফরমের দাম ২৫ হাজার টাকা। ফরম বিতরণ চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আজকের বাজার/এমএইচ