দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ^কাপের গ্রুপ ‘ডি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
এবারের বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সৌম্য সরকারের পরিবর্তে একাদশে জাকের আলিকে নিয়েছে টাইগাররা।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলংকাকে ৬ উইকেটে এবং নেদারল্যান্ডসকে ৪ উইকেটে হারায় তারা। ডাচদের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমে প্রোটিয়ারা।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, আইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, এনরিচ নর্টি, কাগিসো রাবাদা ও অটনিল বার্টম্যান। (বাসস)