এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শেষে চলছে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি। আগামীকাল ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টে প্রটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা। টেস্ট সিরিজের শেষে চারদিনের বিরতির পর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। আগামী ১৫ই অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ।
এরই মধ্যে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট সিরিজে বিশ্রামে থাকার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন সাকিব আল হাসান ও মাশরাফি মুর্তজা।
বরাবরের মতো এই সিরিজেও অধিনায়কের দায়িত্ব থাকছে মাশফি মুর্তজার কাঁধে আর তাঁর সহযোগি হিসেবে রাখা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
এদিকে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে দলে ফেরা নাসির হোসেন স্বাগতিক প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেও ফিরেছেন ওয়ানডে সিরিজের দলে। অলরাউন্ডার নাসির হোসেনের প্রত্যাবর্তনের এই সিরিজে দলে ডাক পেয়েছেন আরেক তরুণ উদীয়মান অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
প্রসঙ্গত, দু’দলের মধ্যাকার ওয়ানডে সিরিজ শুরু হবে ১৫ই অক্টোবর থেকে। প্রথম ওয়ানডের পর সিরিজের শেষ দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮ ও ২২শে অক্টোবর। এরপর শুরু হবে দু’দলের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। উল্লেখ্য, দু’দলের মধ্যকার সর্বশেষ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারার পরও ঘরের মাটিতে ২-১ ব্যবধানে এবি ডি ভিলিয়ার্স-হাশিম আমলাদের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
একনজরে ঘোষিত ১৫ সদস্যের দলঃ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফউদ্দিন।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াডঃ
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফারহান বেহারডিয়েন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, ডেন প্যাটারসেন, আন্ডিলে ফেলুকায়ো, ডোয়েইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদা।
আজকের বাজার: সালি / ৫ অক্টোবর ২০১৭