দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশী পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়লেন খালেদ আহমেদ।
ডারবানে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫ ওভার বল করে ৯২ রানে ৪ উইকেট নেন ডান-হাতি পেসার খালেদ। দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন বাংলাদেশি পেসারের এটিই এখন সেরা বোলিং ফিগার।
এর আগেরটি ছিলো ডান-হাতি পেসার শুভাশিষ রায়ের। ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ২৯ ওভারে ১১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন শুভাশিষ। শুভাশিষকে টপকে সেরা এখন খালেদ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার স্পিনার সাকিব আল হাসানের। ২০০৮ সালে সেঞ্চুরিয়নে ২৮ ওভার বল করে ৯৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব। দ্বিতীয় সেরা বোলিং ফিগারও সাকিবের। ২০০৮ সালেই ব্লুমফন্টেইনে ৩৮ ওভার বল করে ১৩০ রানে ৫ উইকেট নেন সাকিব।
সাকিবের পর সেরার তালিকায় তৃতীয়স্থানে আজকের বোলিং ফিগার দিয়ে জায়গা করে নিয়েছেন খালেদ।