দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে মাসাখানি স্বর্ণের খনিতে ১৩ জন শ্রমিক আটকা পড়েছেন। বৃহস্পতিবার এ খনিতে ২.২ মাত্রায় ভূমিকম্পে গুহা সৃষ্টি হলে এ বিপর্যয় ঘটে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনুসারে সিলবান্যে-স্টিলওয়াটার খনি কোম্পানির অপারেটর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে ওই সূত্রটি জানায়, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চলছে। এখন পর্যন্ত তিনজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। বাকি ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটির বেয়াট্রিক্স স্বর্ণ খনিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ৯৫০ জন শ্রমিক আটকে ছিলেন।
উল্লেখ্য, সিলবান্যে-স্টিলওয়াটার দেশটির সবচেয়ে বড় স্বর্ণ উত্তোলনকারী কোম্পানি।
আজকের বাজার/ এমএইচ