দক্ষিণ আফ্রিকায় শনিবার নতুন করে আরো ১০ সহস্রাধিক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে আরো ৭৪ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৮৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৭ হাজার ৯৭৭ জনে। মোট মারা গেছে ৩ হাজার ২৬ জন।
দেশটিতে করোনার সংক্রমণ রোধে গত ২৭ মার্চ লকডাউন শুরু করা হয়। কিন্ত সম্প্রতি তা শিথিল করা হয়। এর ফলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ারই আশংকা করছিল।
অর্থনৈতিকভাবে আফ্রিকার সবচেয়ে উন্নত রাষ্ট্র দক্ষিণ আফ্রিকা। এখন এখানে করোনার সংক্রমণও সবচেয়ে বেশি।
করোনার সংক্রমণে পর্যুদস্ত দেশটির অর্থনীতি। এ কারণে শুক্রবার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, আমরা ভারসাম্য তৈরির চেষ্টা করছি। একদিকে জীবন রক্ষা, অন্যদিকে জীবিকা ঠিক রাখা। এটি খুবই কঠিন ও সূক্ষ ভারসাম্য।