দক্ষিণ আফ্রিকায় সোমবার করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সংক্রমিত হয়েছে ৫০ হাজারেরও বেশি লোক। সরকারি হিসেব থেকে এ তথ্য জানা গেছে।
আফ্রিকায় সবেচেয়ে পর্যুদস্ত দক্ষিণ আফ্রিকায় লকডাউন আবারো শিথিলের মাত্র এক সপ্তাহের মধ্যে সংক্রমিত লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৭৯ জনে।
মৃত্যুর দিক থেকে মিশরের পরেই দক্ষিণ আফ্রিকার অবস্থান। দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন এক হাজার ৮০ ।
করোনা মোকাবেলায় মার্চ মাসে দেশটি যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল মে মাস থেকে ধীরে ধীরে সেসব তুলে নেয়া শুরু করে। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। কিছু কিছু স্কুলও শিক্ষার্থীদের ফেরার অনুমতি দিয়েছে।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সোমবার বলেন, অর্ধেকেরও বেশি সংক্রমণ গত দুই সপ্তাহে হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় মোট সংক্রমণের প্রায় দুই তৃতীয়াংশই ওয়েষ্টার্ন ক্যাপ প্রদেশে ঘটেছে। কারণ উপকুলীয় কেপটাউন নগরী একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার বলেছে, ইউরোপে করোনার প্রকোপ কমে এলেও বিশ্বজুড়ে পরিস্থিতি
খারাপ হচ্ছে।