দক্ষিণ আফ্রিকায় মার্চে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক মারা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ কথা জানায়।
দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৩ হাজার ১৮৮ জনে, যা ওই মহাদেশে মোট আক্রান্তের অর্ধেক। এছাড়া আক্রান্তের দিক থেকে বিশ্বে দক্ষিণ আফ্রিকার অবস্থান এখন পঞ্চম।
মন্ত্রী ওয়েলি মিখাইজ প্রতিদিনের সর্বশেষ আক্রান্ত ও মৃতের সংখ্যা ঘোষণা করতে গিয়ে নতুন করে ৩০১ জনের মারা যাওয়ার খবর জানান।
তিনি বলেন, এর অর্থ মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে ১০ হাজার ২১০ হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ বেশি হলেও মৃত্যু হার ১.৮ শতাংশ। বেশিমাত্রায় সংক্রমিত দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকায় তুলনামূলক মৃত্যু হার কম।