বসবাসের জন্য দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল দেশ হিসেবে বাংলাদেশের নাম উঠে এসেছে এবং সবচেয়ে কম ব্যয়ের দেশ হচ্ছে পাকিস্তান।
যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক শীর্ষ ম্যাগাজিন সিইওওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।
প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ হচ্ছে সুইজারল্যান্ড। এ তালিকায় ইউরোপের ৯টি, এশিয়ার ৫টি, উত্তর আমেরিকার ১টি, আফ্রিকার ১ টি, ক্যারিবিয়ান ২টি এবং ওশেনিয়া অঞ্চলের ২টি দেশ রয়েছে।
শীর্ষ দশের তালিকায় থাকা অন্য দেশগুলো হচ্ছে-যথাক্রমে নরওয়ে, আইসল্যান্ড, জাপান, ডেনমার্ক, বাহামাস, লুক্সেমবার্গ, ইসরায়েল, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া।
এই তালিকায় ২০তম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ২৭তম, সৌদি আরব ৫৭তম এবং রাশিয়া ৮২তম।
দক্ষিণ এশিয়া ব্যয়বহুল দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এরপরেই যথাক্রমে শ্রীলঙ্কা, নেপাল, ভারত, আফগানিস্তান এবং পাকিস্তান।
জীবনযাত্রার ব্যয়, ঘর ভাড়া, নিত্যপণ্য মূল্য, খাওয়া দাওয়া এবং ক্রয় ক্ষমতা-এই পাঁচটি বিষয়ের ওপর তৈরি করা সূচকে ব্যয়বহুল দেশের তালিকাটি প্রকাশ করে সিইওওয়ার্ল্ড।
আজকের বাজার/এমএইচ