দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল শনিবার তার একটি গুরুত্বপূর্ণ গ্রেপ্তারি পরোয়ানা শুনানির জন্য আদালতে পৌঁছেছেন। সিউল আদালতের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
দুর্ভাগ্যজনক সামরিক আইন জারি করার প্রচেষ্টার কারণে অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের আটকের মেয়াদ বাড়ানো হবে কিনা বিচারকরা সেই সিদ্ধান্ত নেবেন।
এএফপির সাংবাদিকেরা দেখেছেন, অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে সিউল ডিটেনশন সেন্টার থেকে একটি নীল ভ্যানে করে সিউল পশ্চিম জেলা আদালতে পৌঁছান এবং তাকে সোজা আদালতের বেসমেন্টে নিয়ে যাওয়া হয়।
আদালত এএফপিকে জানায়, আদালত কক্ষে সংবাদ মাধ্যমের প্রবেশের অনুমতি নেই।