দক্ষিণ কোরিয়ার অ্যাপার্টমেন্টে আগুনে ২ জনের মৃত্যু, ২৯ জন আহত

সোমবার সিউলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকান্ডে দুইজন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানিয়েছে।
স্থানীয় সময় ভোর ৪টা ৫৭ মিনিটে  সিউলের ২৭ তলা ওই অ্যাপার্টমেন্ট ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।
এই ঘটনায় দু’জন পুরুষ ও একজন নারীকে হৃদরোগে আক্রান্ত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দু’জন মারা যান। পুরুষ দু’জনের বয়স ৩০-এর কোটায় ও নারীর বয়স ৭০-এর কোটায়।
উদ্ধারের সময় ধোঁয়ায় ২৮ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দমকল কর্তৃপক্ষ ঘটনাস্থলে ৫৭টি গাড়ি এবং ২শ’ জনেরও বেশি কর্মী প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও দমকল কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধান করছে।